ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শুক্রবার বিকেলে শুরু হওয়া ঈশ্বরদী বইমেলায় মানুষের ঢল নেমেছে। শনিবার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বইমেলায় সমাবেত হয়। মেলায় প্রায় ৩০টি ষ্টলে বিপুল সংখ্যক বই বিক্রি হতে দেখা যায়।

পাশাপাশি চলছিল নিত্যদিনের আলোচনা অনুষ্ঠান। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার শংকর শাওজাল। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদ ইকবাল, দৈনিক বার্তার সম্পাদক রশীদ চৌধুরী, লোকনাট্য গবেষক সাঈদ হোসেন দুলাল, শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস, জাসদ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাপ্তাহিক জনদাবীর সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তব্য রাখেন, মেলা আয়োজক কমিটির সদস্য সচিব শহীদুল ইলাম শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহব্বায়ক ইফতেখারুল আলম ইন্টু। আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও ঢাকা হতে আগত শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)