বঙ্গ-বাঘের দল

খেল্ খেল্ খেল্ রে তোরা
বঙ্গ-বাঘের দল,
বেল্ পাবেনা! বেল্ পাবেনা!
বিশ্বের কোনো দল।

কোটি প্রাণ তাকিয়ে আছে
দেখতে তোদের জয়,
সাহস নিয়ে খেল্ রে তোরা
পাসনে কোনো ভয়।

কৌশল দ্বারা কব্জি ঘোরা
মারতে বিশাল ছক্কা,
বিশ্ববাসী জানবে এবার
তোরাই খেলায় পাক্কা।

উন্মাদ হয়ে গোলা-বারুদ
মারবি বিপক্ষকে,
রাখবি নজর মনে-প্রাণে
বাউন্ডারি'র দিকে।

পারবি রে ভাই পারবি তোরা
রাখতে দেশের মান,
বাঙালি যে চায় উড়াতে
জয়েরও নিশান।