পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় দুর্যোগে সাংবাদিকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় সংকল্প ট্রাষ্টের প্রশিক্ষণ মিলনায়তনে। শনিবার সকালে অনুষ্ঠিত কর্মশালা আয়োজন করে জাগোনারী নামে একটি বেসরকারি সংগঠন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পাথরঘাটা প্রেস ক্লাবের ১৫ জন সাংবাদিক, পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান, পাথরঘাটা পৌর সভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফাতিমা বেগম পারুল ও মুনিরা ইয়াসমিন খুশী. সংকল্প ট্রাস্টের পরিচালক(প্রকল্প) মনিরুজ্জামান হিরু। কর্মশালায় দুর্যোগে মিডিয়ার কর্মীদের করনীয় এবং এতদ্বসংক্রান্ত আইন ও বিধি বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে জাগোনারীর পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালক (কর্মসূচী) মো. শহিদুল ইসলাম খান।

বক্তরা দুর্যোগের আগে বা পরে দৃশ্যমান বিষয়াবলী ছাড়া ও অদৃশ্যমান বা সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আলোচনা হয়।

(এমএসআই/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)