ঝালকাঠি প্রতিনিধি : বেকারত্ব থেকে মুক্তিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এজন্য বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার ওপর বিশেষ নজর দিয়েছে সরকার।

শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে কারিগরি শিক্ষা বিষয়ক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমু বলেন, কারিগরি শিক্ষা নিয়ে ছেলে-মেয়েরা বিদেশে গিয়েও ভাল কাজ করতে পারেন। এছাড়া দেশেও বিভিন্ন কাজ করে স্বাবলম্বী হতে পারেন। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

ঝালকাঠি টেকনিকেল স্কুল ও কলেজর অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. নিজামুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, সেক্রেটারি খান সাইফুল্লাহ্ পনির, পিপি অ্যাড মান্নান রসুল, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, তরুন কর্মকার, লিয়াকত তালুকদার, জিএস জাকির ও মোবারক হোসেন মল্লিক প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)