মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বাতিল হওয়া ১৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন বিএনপি মনোনীত প্রার্থী এবং ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন আপীলকারী কর্তৃপক্ষ মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া রবিবার বিকেলে বৈধ বলে রায় দিয়েছেন।

মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আপীলে বৈধ বলে রায় প্রাপ্তরা হলেন দত্তপড়া ইউনয়নের মিজান তালুকদার (বিএনপি), চরজানাজাত ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম শান্ত (বিএনপি), দ্বিতীয়াখন্ড ইউনিয়নে মো. মোতাহার হোসেন হাওলাদার (বিএনপি)। এছাড়া দত্তাপড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খোকন মুন্সী ও রিগ্যান-এ-চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন জেলা নির্বাচন অফিসার।

বর্তমানে শিবচর ইউনিয়নসহ চারটি ইউনিয়নে বিএনপি’র প্রার্থীরা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো আলাউদ্দিন মিয়া জানান, একাধিক দলীয় প্রত্যয়ন পত্র প্রদান ও জন্ম তারিখ ভূল এবং আয়-ব্যয় হিসেবের গড় মিল থাকায় সংশ্লিষ্ট রির্টানিং অফিসাররা ওই সকল মনোনয়ন বাতিল করেন। শিবচরের ১৬ ইউনয়নের নির্বাচনে কোনও ইউনিয়নেই আওয়ীমী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়নি।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ ওই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এএসএ/পি/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)