মাদারীপুর প্রতিনিধি : ৩১ মার্চ দ্বিতীয় পর্যায়ে মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন দিচ্ছেন। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে ৯ জন বর্তমান চেয়ারম্যান, ৩ জন সাবেক চেয়ারম্যান এবং ৩ জন নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

এরা হলেন খোয়াজপুর ইউনিয়নে মোহাম্মদ আলী মুন্সী (বর্তমান চেয়ারম্যান), ঝাউদি ইউনিয়নে সিরাজুল ইসলাম আবুল (বর্তমান চেয়ারম্যান), ঘটমাঝি ইউনিয়নে এ্যড.বাবুল আক্তার (বর্তমান চেয়ারম্যান), মস্তফাপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুস মল্লিক (বর্তমান চেয়ারম্যান), কেন্দুয়া ইউনিয়নে শাহ মো. রায়হান কবির (বর্তমান চেয়ারম্যান), দুধখালি ইউনিয়নে মিজানুর রহমান খান (বর্তমান চেয়ারম্যান), শিরখাড়া ইউনিয়নে মো. মজিবর রহমান হাওলাদার (বর্তমান চেয়ারম্যান), পেয়ারপুর ইউনিয়নে মজিবর রহমান খান (বর্তমান চেয়ারম্যান), ছিলারচর ইউনিয়নে মো. তৌফিক হোসেন (বর্তমান চেয়ারম্যান), পাঁচখোলা ইউনিয়নে আব্দুর রশিদ গৌড়া (সাবেক চেয়ারম্যান), বাহাদুরপর ইউনিয়নে সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম (সাবেক চেয়ারম্যান), কালিকাপুর ইউনিয়নে এজাজুর রহমান আকন (সাবেক চেয়ারম্যান), কুনিয়া ইউনিয়নে সানোয়ার হোসেন মুন্সী, ধুরাইল ইউনিয়নে মো. মাহবুব হাওলাদার এবং রাস্তি ইউনিয়নে মো. রাজু হাওলাদার।

(এএসএ/পি/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)