সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৬টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। জানা যায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ৯৬টি, নতুন জাতীয় করণে আরো ১২টি বিদ্যালয় যুক্ত হয়।

মোট ১০৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৬টি প্রাথমিক বিদ্যালয় চলছে সহকারী শিক্ষক দিয়ে। আরো জানা যায়, এর ,মধ্যে ৬৬টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শুন্য। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুনিল চন্দ্র রায় জানান, শিক্ষক নিয়োগের জন্য আমরা বার বার উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আবেদন করেছি। নিরুপায় হয়ে সহকারী শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের কাজ করানোর কারণে পাঠদানে ব্যাঘাত ঘটছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্যতার বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে বার বার অবহিত করেছি।

(এসএমএ/পি/ফেব্রুয়ারি ২৯, ২০১৬)