বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আজ সোমবার মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ  চার্জশীটভুক্ত আসামী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সুহেল ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেমের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তর থেকে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগে চার্জশীটভুক্ত আসামী বড়লেখা চান্দগ্রাম কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেল গ্রেফতার করেছে।
সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ৩০ সেপ্টেম্বর বড়লেখা গ্রামতলা কালীবাড়ী বাজারে ছাত্র শিবিরের ক্যাডাররা ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন শুভকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ হামলায় শিবিরের ক্যাডারদের সাথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেল অংশগ্রহন করে বলে সুত্র জানায়। তৎসময়ে রবিউল ইসলাম সুহেল আদিত্যেরমহাল কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে নিযুক্ত ছিল। এ ঘটনায় ২০১৩সালের (১ নভেম্বর) গৌছ উদ্দিন শুভ বাদী হয়ে রবিউল ইসলাম সুহেলসহ ২৩জনের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। চলতি বছরের ৩১জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন চন্দ্র ঘোষ চার্জশীটে রবিউল ইসলাম সৃুহেল তিন নম্বর আসামী উল্লেখ করে ২৩জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করেন। চার্জশীটভুক্ত আসামী রবিউল ইসলাম সুহেল দীর্ঘদিন ধরে কিভাবে তার দায়িত্ব পালন করে আসছিল তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে , এ হামলার পর এলাকাবাসীর পক্ষ থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে স্বাস্থ্য বিভাগের সংশ্লিস্ট কর্তৃপক্ষ দুটি তদন্ত টিম গঠন করে। দুটি তদন্ত সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে তদন্ত প্রতিবেদন ধামাচাপা পড়ে যায়। অদ্যাবধি তদন্তের প্রতিবেদন প্রকাশিত হয়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম জানান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেলের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজিম উদ্দিন জানান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রবিউল ইসলাম সুহেলের গ্রেফতারের বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

(এলএস/এএস/জুন ০২, ২০১৪)