ভোলা প্রতিনিধি : ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তেঁতুলিয়া নদীর চন্দ্র প্রসাদ এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে।

মঙ্গলবার ভোরে একটি ট্রলারকে পালিয়ে যেতে দেখে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় ওই ট্রলার থেকে ১৪ ড্রাম (৩৫ মণ) জাটকা পাওয়া যায়। এতে এসব জাটকা ও ট্রলারটি জব্দ করা হয়। তবে মাছের সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দ করা মাছ অসহায়, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/০১ মার্চ, ২০১৬)