স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, উপজেলা এবং সিটি কর্পােরেশন নির্বাচন যেভাবে হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সেভাবেই হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন সবসময় সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আগের নির্বাচনগুলোর মতোই ইউপি নির্বাচন হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, দেশের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে যা অতীতে কখনও হয়নি। এ সময় নির্বাচন কমিশনের প্রতি আহ্ববান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেক ভুল করেছেন। তাই যেখানে ইউপি নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেখানে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে আপনাদের পাপ কিছুটা হলেও লাঘব হবে।

তিনি বলেন, একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক দেশ চালাচ্ছে গুম খুন করে তারা শাসনতান্ত্রিকভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের লড়াই চলছে এদের বিরুদ্ধে।

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, কাউন্সিলের জন্য নির্দিষ্ট স্থান দিচ্ছে না সরকার। কারণ এই কাউন্সিল সারাদেশ থেকে লাখ লাখ মানুষ আসবে আর এই মানুষগুলো ভয় পায় সরকার। এদেরকে গুম খুন করে দমাতে পারবে না।

একই আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ৪৪ বছর আগে গণতন্ত্রের জন্য যেমন হাহাকার ছিল, ঠিক তেমিন এখন গণতন্ত্রের জন্য দেশের মানুষ দিকবেধিক ছোটাছুটি করছে। শেখ হাসিনা ও ইয়াহিয়া খানের মধ্যে কোন পার্থক্য নেই।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।

(ওএস/এএস/০১ মার্চ, ২০১৬)