ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে খাদ্য মূল্যের ওঠানামা সংকটের মধ্যে বসবাস শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার উত্তর জাহানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মানুষের এই সংকটের কারণ, সংকটের প্রভাব, সংকট মোকাবেলায় নিজেদের উদ্ভাসিত মানিয়ে নেয়ার কৌশল অন্বেষণে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ব বিদ্যালয়ের আওতাধীন ইন্সটিটিউট অফ ডেভলপমেন্ট স্ট্যাডিজ এবং বাংলাদেশের ডেভলপমেন্ট রিসার্স ইনশিয়েটিভের ২০১২ থেক ২০১৪ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে এ গবেষণা সম্পাদন হয়।

কর্মশালায় উন্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ডিআরআই এর প্রতিনিধি শামীম রেজা খান, জাবিত হোসাইন, রাজিব হায়দার, ইউপি সদস্য সুলতানা রাজিয়া, আব্দুল কুদ্দুস, শিক্ষক রেজাউল হোসেন, ভ্যান চালক আব্দুল মান্নান, ইমাম আব্দুল হান্নান, এনজিও কর্মী আবুল কালাম আজাদ, গৃহিনী ফাতেমা বেগম, ছাত্র মো.মানিক প্রমুখ।

(এএইচবি/এএস/০১ মার্চ, ২০১৬)