নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালের মহিলা অর্থপেডিক ওয়ার্ডের ৮৯ নং বেডে ভর্তিকৃত সুমি (২২) নামে মস্তিস্ক বিকৃত তরুণীর ২ মাসেও তার কোন অভিভাবকের সন্ধান মিলছেনা।

ওই তরুণী তার নাম সুমি এবং বাড়ি কুষ্টিয়া বলে জানালেও তার পিতা-মাতা বা কোন অভিভাবকের নাম বলতে পারছেনা। তাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। মাঝে মধ্যেই সে কর্তব্যরত নার্সদের ওপর মারমুখি হয়ে উঠছে। ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীদের সঙ্গেও সে খারাপ আচরণ করছে। ওয়ার্ডের ভর্তিকৃত অন্যান্য রোগীরা চরম আতঙ্কে রয়েছে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনজুমান আরা জানান, গত জানুয়ারি মাসের ৫ তারিখ বেলা ১১টা ৫০ মিনিটে তাকে সান্তাহার রেল ষ্টেশন থেকে আহত অবস্থায় ফারার সার্ভিসের কর্মীরা ভর্তি করে রেখে যায়। তার অস্বাভাবিক আচরণে শুধু ডাক্তার-নার্সই নয়। ওই ওয়ার্ডের ভর্তিকৃত সকল রোগী সন্ত্রস্ত হয়ে পড়েছে।

(বিএম/এএস/০১ মার্চ, ২০১৬)