পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ওরা ১১ জন পীরগঞ্জের নৌকার মাঝি! গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ী পীরগঞ্জের ফতেপুরস্থ ‘জয় সদন’ থেকে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ১১ টি ইউনিয়নে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ সময় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১১ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আ’লীগের মনোনীত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থীদের নাম গত সোমবার ঘোষণা করে দলীয় চিঠি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ি ফতেপুরস্থ ‘জয় সদন’ এ উপজেলার ১১টি ইউনিয়নের আ’লীগ নেতাকর্মীদের সামনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সম্পাদক তাজিমুল ইসলাম শামীম উপস্থিত নেতাকর্মীদেরকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সোমবার আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- চৈত্রকোল ইউনিয়নের জিয়াউর রহমান সবুজ; ভেন্ডাবাড়ীর আব্দুল হালিম সরকার; বড় দরগা ইউপির- সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মোতাহারুল হক বাবলু; কুমেদপুরে- সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশফাক হোসেন খাঁন চৌধুরী ফুয়াদ; মদনখালীতে ইউনিয়ন আ’লীগ সভাপতি সামছুল আলম; টুকুরিয়ায় সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল; শানেরহাটে তরুণ ব্যবসায়ী মিজানুর রহমান মন্টু; পাঁচগাছীতে- লুৎফর রহমান লতিফ; মিঠিপুরে ইউনিয়ন আ’লীগ সম্পাদক এসএস ফারুখ আহম্মেদ; চতরায়- বিশিষ্ট ব্যবসায়ী সেন্ট্রাল কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এনামুল হক প্রধান শাহীন এবং কাবিলপুরে রবিউল ইসলাম রবি।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পীরগঞ্জ পৌর সভার সীমানা নির্ধারণ না হওয়ায় পীরগঞ্জ, রামনাথপুর, রায়পুর এবং মেয়াদ পূর্ণ না হওয়ায় বড়আলমপুর ইউনিয়নে এখন নির্বাচন হচ্ছে না।

(জিকেবি/এএস/০১ মার্চ, ২০১৬)