নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা শহীদ শামছুজোহা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব খোরশেদ আলমকে(৭৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২০১৩সালের ৩মার্চ উপজেলা পরিষদে অগ্নিকান্ড, ভাংচুর, লুটপাট, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও থানায় হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে থানার ওসি হাসান শামীম ইকবালের নেতৃত্বে এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের আলম সুপার মার্কেট থেকে নাশকতার মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে। তিনি শহরের উপজেলা পরিষদ রোডের কচুগাড়ী মহল্যার মৃত ছাবের আলীর ছেলে।

উল্লেখ্য, ২৩ বছর পূর্বে ১৯৯৩ সালের ২৩শে ফেব্রুয়ারি পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ছাত্রলীগের মিছিলে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শহীদ শামছুজোহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব খোরশেদ আলম, বর্তমান আমীর ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। শহীদ শামছুজোহার বড়ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, হত্যা মামলায় যেকোনো মুহুর্তে রায় হতে পারে, এমন আতঙ্কে তিনি পলাতক ছিলেন। আমার ছোটভাই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

(এমএনআই/এএস/০১ মার্চ, ২০১৬)