সমরেন্দ্র বিশ্বশর্মা : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান রুদ্র। যার চোখে মুখে শুধুই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন।

১৯৯০ সালের ১ জানুয়ারী নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৈলং গ্রামে তার জন্ম। পিতা মোঃ মজিবুর রহমান ও মাতা তহুরা আক্তার। কৈলং সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবার পর কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি পাস করেন। ২০০৭ সালে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে অনার্স-মার্ষ্টাস সম্পূর্ণ করেন।

রুদ্র বলেন, আমার আদর্শ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ঠিকানা শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয়কর্মী হিসাবে কাজ করে যেতে চাই।

ছাত্রলীগের কমিটিতে দায়িত্ব পাবার পর এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, আরো এগিয়ে যাবে বহুদুর।

(ওএস/অ/মার্চ ০২, ২০১৬)