নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁয় পিকেএসএফ’র সহযোগি সংস্থা সমৃদ্ধি কর্মসূচীর শুরু, অগ্রগতি ও সুফল সম্পর্কিত এক আলোচনসভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের চেয়ারম্যান দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো একদিকে যেমন সরকারের উন্নয়নমুলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বেডোর সভাপতি রিয়াজুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন এবং পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বেডোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারী। এর আগে ড. খলীকুজ্জামান সম্মিলিত নাগরিক সমাজের নওগাঁ জেলা কমিটি গঠনকল্পে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

(বিএম/এএস/০২ মার্চ, ২০১৬)