স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইতালি কোচ সিজার প্রানদেল্লি ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২৩ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন জিউসেপ্পে রসি।

হাঁটুর ইনজুরির কারণে এ বছর মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন রসি। তার পরও ফিওরেন্তিনার এই ফরোয়ার্ডকে সুযোগ দিয়েছিলেন ইতালি কোচ।

সেই সুযোগ কাজে লাগাতে শনিবার আয়ারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ৭১ মিনিট মাঠে নেমেছিলেন রসি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার জন্য কোচ প্রানদেল্লির মন জয় করতে পারেননি এই ফরোয়ার্ড।

২০১০ সালেও রসি জায়গা পেয়েছিলেন ইতালির ২৮ সদস্যের প্রাথমিক দলে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন তত্কালীন কোচ মার্সেলো লিপ্পি।

ইতালির বিশ্বকাপ দল:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, মাত্তিয়া পেরিন ও সালভাতোর সিরিগু।

ডিফেন্ডার: ইগনাজিও আবাতে, আন্দ্রেয়া বারজাগলি, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চেল্লিনি, মাত্তেও ডার্মিয়ান, মাত্তিয়া ডি স্কিলিও ও গাব্রিয়েল পালেত্তা।

মিডফিল্ডার: আলবার্তো অ্যাকুইলানি, অ্যান্টোনিও কানড্রেভা, ডানিয়েল ডি রসি, ক্লাউদিও মারচিসিও, থিয়াগো মোতা, মারকো পারোলো, আন্দ্রেয়া পিরলো ও মারকো ভেরাত্তি।

ফরোয়ার্ড: মারিও বালোতেল্লি, অ্যান্টোনিও কাসানো, আলেসিও সেরসি, সিরো ইমোবিল ও লরেঞ্জো ইনসিগনে।

(ওএস/পি/জুন ০২,২০১৪)