মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ায় অনিয়ম ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের তোয়াক্কা না করার অভিযোগ এনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে মনোনয়ন বঞ্চিত নেতা-কর্মীরা।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া স্কুল মাঠে নেতাকর্মী এক প্রতিবাদ কর্মসূচী পালন করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের আওয়ামী লীগের কার্যকরী কমিটির তৃনমূল নেতাকর্মীর মতামত নিয়ে রাস্তি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান লস্করকে মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করে। কিন্তু জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান লস্করের অনুসারীরা মঙ্গলবার এক প্রতিবাদ কর্মসূচী পালন করেছে।

অনুষ্ঠিত সমাবেশে সাধারণ নেতাকর্মীরা বলেন, রাস্তি ইউনিয়নে এমন একজন বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে যিনি জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি রাস্তি ইউনিয়নের বাসিন্দা নয়। পৌর নির্বাচনে কাউন্সিলর পদে হেরে যাওয়ায় কয়েক মাস আগে রাস্তি ইউনিয়নের ভোটার হয়েছে। আমরা এমন প্রার্থী চাই না। এসময় সিদ্ধান্ত হয় রাস্তি ইউনিয়ন ঐক্যপরিষদ গঠন করার। এই ঐক্য পরিষদ থেকে কে নির্বাচন করবে তা নির্ধারণ করা হবে বলে তারা জানান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা জানান, আমরা নৌকা নয় নৌকার মাঝির পরিবর্তন চাই। যদি জেলার শীর্ষ নেতারা নৌকার মাঝি পরিবর্তন না করে তাহলে রাস্তি ইউনিয়ন ঐক্য পরিষদ বিকল্প চিন্তা করবে। তারা নিজেরাই প্রার্থী দিবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাস্তি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান লস্কর, স্থানীয় আওয়ামীলীগ নেতা জনাব আলী আজগর হাওলাদার, এনামুল চৌধুরী, মোফাজ্জেল মাতুব্বর, গোলাম মাওলা বেপারীসহ রাস্তি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ।

এ ব্যাপারে আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, রাস্তি ইউনিয়নবাসি নৌকার বিরুদ্ধে নয়, নৌকার মাঝির বিরুদ্ধে।

(এএসএ/এএস/০২ মার্চ, ২০১৬)