মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ডাকাতি হওয়া ৮ মণ মাছ ও ট্রাক উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। রাজৈর-কোটালীপাড়া সড়কের শ্যানখালী এলাকায় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার বিবরণ তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।

আটক ডাকাতরা হলো নুরু মোল্লা (৩২), আজাদ সরদার (৫০), দাউদ শেখ (৩০), কামাল বেপারী (৩২), পিকুল শেখ (২৩), দোলন খাঁ (১৬)। তাদের সবার বাড়ি রাজৈর উপজেলায়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গোপালগঞ্জ থেকে মাছ ব্যবসায়ী দেবদাস বৈদ্যর ৮ মণ রুই মাছ একটি পিকআপ ভ্যান করে টেকেরহাটের দিকে বিক্রির উদ্দেশে নিয়ে আসছিলেন। রাজৈর-কোটালীপাড়া সড়কের শ্যানখালী এলাকায় পিকআপ থামিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানসহ মাছ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। জেলার গোয়েন্দা পুলিশকে (ডিবি) খবর দিলে মাদারীপুর শহরের পুরানবাজার এলাকা থেকে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাতকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর থেকে আরো ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এএসএ/এএস/০২ মার্চ, ২০১৬)