স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বের সাবেক এক নাম্বার টেনিস তারকা রজার ফেদেরার ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে লাটভিয়ার আর্নেস্তস গুলবিসের কাছে হেরেছেন তিনি।

রবিবার গুলবিসের কাছে ৬-৭, ৭-৬, ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হেরে যান ফেদেরার।

১৮তম বাছাই গুলবিসের কাছে হেরে হতাশ রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। অন্যদিকে দারুণ উচ্ছ্বাসিত গুলবিস।

খেলা শেষে গুলবিস বলেন, "আমার ক্যারিয়ারের এটাই সবচেয়ে বড় জয়। ফ্রান্সে ভালো খেলেছি, মার্শেইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট জিতেছি। আশা করি এই টুর্নামেন্টেও ভালো কিছু করতে পারবো।"

২০০৪ সালের পর এই প্রথম ফরাসি ওপেন থেকে এতো দ্রুত বিদায় নিতে হলো ক'দিন আগেই যমজ ছেলের বাবা হওয়া ফেদেরারকে।

এদিকে জো-উইলফ্রেড সোঙ্গাকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ার তারকা নোভাক জোকোভিচ। এছাড়া শেষ আটে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও। চতুর্থ রাউন্ডে জার্মানির ফিলিপ খোলশ্রেইবারকে ৩-৬, ৬-৩, ৬-৩, ৪-৬, ১২-১০ গেমে হারিয়েছেন মারে।

নারী এককে ফরাসি ওপেন জেতার অন্যতম দাবিদার এখন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ার সামান্থা স্তোসুরকে ৩-৬, ৬-৪, ৬-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই রুশ কন্যা।

(ওএস/পি/জুন ০২,২০১৪)