স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। আর মাত্র ১০ দিন পরেই ব্রাজিলে শুরু হতে যাচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। কিন্তু বিশ্বকাপের অনেক স্টেডিয়ামের মতো উদ্বোধনী ম্যাচের ভেন্যু করিন্থিয়ানস অ্যারেনা এখনো প্রস্তুত নয়!

১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ হবে সাও পাওলোর এই স্টেডিয়ামে। তবে এখনো ভেন্যুটি পুরোপুরি তৈরি হতে পারেনি কর্তৃপক্ষ।

করিন্থিয়ানস অ্যারেনার দর্শক ধারণক্ষমতা ৬৫ হাজার, কিন্তু রবিবার ব্রাজিলীয় লিগে করিন্থিয়ানস-বোটাফোগোর ম্যাচের টিকিট বিক্রি করা হয়েছিল ৪০ হাজার। কারণ, গ্যালারির এক অংশের নিরাপত্তা নিয়ে এখনো সংশয়ে রয়েছে অগ্নিনির্বাপক দল। ২৫ হাজার টিকিট তাই বাজারে ছাড়েইনি আয়োজকেরা। অবশ্য কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনী ম্যাচের আগেই সবকিছু ঠিক হয়ে যাবে।

তবে এটা ঠিক যে, যদি শেষ পর্যন্ত ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা স্টেডিয়ামটিতে ৪০ হাজার টিকিট বিক্রি করা হয় তাহলে উদ্বোধনী ম্যাচের উন্মাদনা থেকে বঞ্চিত হবেন ভক্তদের বড় একটা অংশ। কারণ ৪০ হাজারের মধ্যে দেশটির সরকারী প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ফিফার কর্মকর্তা-ভিআইপিসহ থাকবেন ১০ হাজারের ওপরে। যার অর্থ প্রকৃত ধারণক্ষমতার অর্ধেকেরও বেশি দর্শক মাঠে প্রবেশেরই সুযোগ পাচ্ছেন না! এর চেয়ে হতাশার আর কী হতে পারে।

(ওএস/পি/জুন ০২,২০১৪)