রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেনকে এই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রুয়েটের উপাচার্য স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রফেসর ড. মো. আশরাফুল আলমকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দিয়ে এই পদে প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মোশাররাফ হোসেন সোমবার বিকেলে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন ১৯৮৬ সালে অত্র প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৫ সালে থাইল্যান্ডের এআইটি থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি ইংল্যান্ডের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

তিনি ১৯৮৬ সালে অত্র প্রতিষ্ঠানের যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। রুয়েটে শিক্ষকতাকালীন বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)