জবি প্রতিনিধি : কয়েক দিনের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা মোবাইলে ই-বুক ব্যবহারের সুযোগ পাবে। জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কথা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ইতোমধ্যে ই-বুক চালু করা হয়েছে। এতে করে মোবাইলে অতি সহজেই সব ধরনের বই পড়তে পারবে শিক্ষার্থীরা।’

মীজানুর রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সঠিক ইতিহাস জানা দরকার। ঐতিহাসিক সত্য কথা বলা ও লেখার মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকে বিকৃত করার চেষ্টা করে, যেটা কখনও কাম্য নয়।’

তিনি আরো বলেন, ‘ইতিহাস জীবন্ত থাকে, তাই সবসময় ইতিহাস চর্চা করা উচিত। ইতিহাস সামগ্রিকভাবে জানতে হবে। ইতিহাস কখনো খণ্ডাকারে পড়া উচিত নয়।’

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: লুৎফর রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক ইতিহাস বিভাগের শিক্ষক নাসির আহ্মাদ প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)