ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত রোগে নিজ পানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় অজ্ঞাত রোগে অজ্ঞান হয়ে ১০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মাদ্রাসার কার্যক্রম শুরু হলে এ অবস্থা শুরু হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৮ম শ্রেণীর ছাত্রী জান্নাতুন নাইমা, ইসরাত জাহান, সনিয়া ও ৭ম শ্রেণীর ফারিয়াসহ মোট ১০ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার হাবিবুল করিম জানান, আক্রান্ত শিক্ষার্থীদের জ্ঞান ফিরে এসেছে। তাদের বাকি চিকিৎসা চলছে। তিনি ধারণা করছেন ভয়জনিত সিফ্রোজোনিয়ায় কারণে হয়তো তারা অজ্ঞান হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর নিশ্চিত হওয়া যাবে।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৬)