কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলায় মাহাথির নামে দুই বছরের শিশুকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সদর উপজেলার পেয়ারাভাংঙ্গা গ্রামে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

মাহাথির করিমগঞ্জ উপজেলার টাম্মি আখন্দপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। অভিযুক্ত মা সালমা আক্তার (৩০) মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়।

স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন সালমা আক্তার স্বামীর সঙ্গেই বসবাস করছিলেন। পনেরদিন আগে সন্তান মাহাথিরকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার পেয়ারাভাঙ্গা গ্রামে যান তিনি। শনিবার সকালে শিশুটি ঘরের মেঝেতে খেলাধুলা করছিল। হঠাৎ ঘরে ঢুকে সালমা আক্তার বেড়ায় থাকা ছুরি নিয়ে গলায় আঘাত করে।

স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাহাথিরের মৃতদেহ উদ্ধার করে। এ সময় ছুরিসহ সালমাকে আটক করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সালমা আক্তারকে আটক করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৬)