ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রাশিয়ায় নিযুক্ত বাংদেশের রাষ্ট্রদূত সাইফুল ইসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। শনিবার তিনি প্রকল্প এলাকার সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং কাজের সাথে সম্পৃক্ত রাশিয়ান বিজ্ঞানী-প্রকৌশলী ও দেশীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও সাইট ইনচার্জ এ বি এম রূহুল কুদ্দুস।

এসময় প্রকল্প পরিচালক জানান, প্রতিশ্রুতি অনুযায়ী বেধে দেয়া সময়সীমার মধ্যে কাজ শেষ হবে। প্রতি মাসেই কাজের অগ্রগতি পরিদর্শন করা হচ্ছে। কাজের আর্ন্তজাতিক মান রক্ষায় আইনী ও কারিগরি চাহিদার ক্ষেত্রে কোন কম্প্রমাইজ করা হচ্ছে না বলে তিনি জানান।

তিনি আরো জানান, এ পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ সময় সীমার মধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজও অনেক এগিয়েছে। ২০১৭ সালের শুরু পাওয়ার প্লান্ট বসানোর কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা পোষণ করেন।

(এসকেকে/এএস/মার্চ ০৫, ২০১৬)