গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মজিবুর রহমান শনিবার জানান, অতিরিক্ত গতি ও ত্রুটিযুক্ত রেললাইন থাকার কারণেই ট্রেন দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার মির্জা মো. শামছুল আলম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতও সম্পন্ন হয়ে গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে সহকারী সংকেত কর্মকর্তা সানোয়ার হোসেন ও সহকারী নির্বাহী প্রকৌশলী মো. সিরাজ জিন্নাত ক্ষতিগ্রস্থ রেললাইন, সিগন্যাল, দূর্ঘটনার পরপরই ধারণকৃত ভিডিও ফুটেজ, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, চালক, সহকারী চালকদের সাক্ষ্য নেন।

মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১নং আপ ট্রেনটি গত শুক্রবার গৌরীপুর রেলওয়ে জংশনের প্রবেশমুখে দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এ ট্রেনটির উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উদ্ধার শেষে ময়মনসিংহ কেওয়াটখালি যাওয়ার পথে শনিবার লাইনচ্যুত হয়।

রেলওয়ের একটি সূত্র জানায়, ব্রিটিশ আমলের তৈরি বগি, ইঞ্জিনের চাকা আর রেললাইন ক্ষয় হওয়ার কারণেও এ দুর্ঘটনা বাড়ছে। দু’টি দুর্ঘটনার কারণে রেলওয়ের প্রায় ১০হাজার যাত্রী বিড়ম্বনার শিকার হন। রেলওয়ে বিভাগ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।

(এসআইএম/এএস/মার্চ ০৫, ২০১৬)