হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকান্ডে ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার  মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার ভোর পৌনে ৪টার দিয়ে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার সংলগ্ন নন্দগাঁও গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ।

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ইসমাঈল হোসেন জানান, রবিবার ভোর পৌনে ৪টার দিকে যাদুরানী বাজার সংলগ্ন নন্দগাঁও গ্রামের জুল্লুর পুত্র আরিফুলের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আইয়ুব আলী, সেলিম, জামাল, আমিনুল, সাগর, তৈয়মুর, জাকিরুল মানিরুলসহ আশেপাশের ১৩টি পরিবারে ২০টি ঘর পুড়ে যায়। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিন ষ্টেশনের কর্মীবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন ,আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে শাড়ি, লুঙ্গি, কম্বল, খাবার সামগ্রী এবং ১ কেজি করে চাউল দেওয়া হয়েছে। বর্তমানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


(ক/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)