হরিণের চোখে


হরিণের চোখে ফুটে আছে বিরহ ঋতুর মায়া

অঙ্কুরিত চিরহরিৎ বনে বসন্ত নেই
অগ্নিকুণ্ডে চলছে তুষার নীরবতা !

সমুদ্রের বুকে নিস্তব্ধতার ঘ্রাণ আর পাহাড় চূড়ায়
অলস শুয়ে থাকে আহত ভবিষ্যত

যার তীর্যক ছায়া দুর্গম খাঁড়িতে ঝুলছে !

আমি জানি না কতটা অবিশ্বাসে মানুষ নিজেকে
ঠেলে ফেলে দ্যায় কূপে

শরীর থেকে ব্যাবচ্ছেদ করে হৃদয়
তাপিত বুকের ভুল অঙ্ক কষে !



আমিও একদিন ঝরা জামরুল পাতা


কিছুই না ,ঘর সংসার সব যেন কানামাছি খেলা
সারাদিন হাতে ঘড়ি নিয়ে ঘুরি ,ছুঁতে পারিনা সময়।

বন্ধ চোখে হাতড়াই এদিক ওদিক
কিছু নেই -নেই ধ্বনি চঞ্চল হৃদয় বৃত্ত করে নাচে ,

চোখ খুলে দেখি প্রতিবিম্বগুলো
নিজেদের আঁকবার জন্য প্রস্তুত করছে ক্যানভাস !

শূন্যতার মধ্যে নিজেকে আমি আবিষ্কার করি
ষড়ঋতুর বসন্তে আহা আমিও একদিন ঝরা জামরুল পাতা


চলমান খোলা বাতাসে


চলমান খোলা বাতাসে আমার চোখ দু’টো উড়ে যাচ্ছে
কিছুই দেখছি না কিছুই শুনছি না শুধুই তাকিয়ে আছি

চিৎকার -ফিসফাস- পায়ের আওয়াজ- নৃত্য- অভিনয়- কমেডি
সব কিছুই দুলছে ;মাকড়শারা হাওয়ায় বুনছে জাল

সবাই দেখছে ক্লিনসেভ ফেসে টোলপড়া মুখের সৌজন্য হাসি
বুকের মধ্যে মুর্হুর্মুহু মেঘবিদ্যুৎ জ্বলছে তাকাচ্ছে না কেউ

আমি, হৃদয়ের সামান্য স্পন্দন নিয়ে বসে থাকি সমুদ্রসৈকতে
স্বশব্দে কেঁপে ওঠে পৃথিবী,আয়নার মুখ মুখের দিকে তাকিয়ে হাসে

পুরোনো ডাক নাম ধরে

পুরোনো ডাক নাম ধরে ভীড়ের ভেতর হঠাৎ কে যেন ডেকে ওঠে,সমু...
চেনা স্বরে ফিরে তাকাই,এদিক-ওদিক খুঁজি....না, কেউ কোথাও নেই !

জ্যামে আটকে থাকা মোটরযানগুলো বিষন্ন বেদনার হাই তুলছে -ফুটপাথে

যে যার মতো হেঁটে যাচ্ছে মানুষেরা,কেউ কারো দিকে তাকাচ্ছেনা !

কিনবো না জেনেও শুধু ফুল বিক্রেতা কিশোরীটি আমার দিকে তাকিয়ে আছে ;

আর বিদ্যুতের ছেঁড়া তারে বসে উদাস মনে শিস দিচ্ছে একটি দোয়েল

রোদ-বাতাসে উড়তে উড়তে এ্যাম্বুল্যান্সের সাঁইরেনে কণ্ঠটি .মিলিয়ে যায়
আমার কানে-হৃদয়ে - এ্যাখনো বেজে চলেছে সেই ডাক !বহুদিন পর হারিয়ে

যাওয়া সেই কণ্ঠ,,,,ভুলে যাওয়া নিজের নাম....কে যেন ডাকতো ?.কিছুতেই

মনে পড়ে না সে মুখ;খুঁজতে খুঁজতে হাঁটছি ,হঠাৎ সুহাসিনীর সাথে দ্যাখা হয়ে গ্যালো


আকাশে আধখানা চাঁদ


আকাশে জেগে আছে আধখানা চাঁদ ।

মেঘ-বিদ্যুতের আলোয় বাতাসের অার্দ্রতা বোঝার চেষ্টায় আমি
আকাশে আরও কয়েকটি জানালা আঁকি ।

কক্ষপথ থেকে কক্ষপথে ছড়িয়ে আছে কতো গ্রহ- নক্ষত্র ,

অসংখ্য গ্যালাক্সিসমুদ্র...
টুকরো টুকরো অচেনা মেঘের রঙে বদলে যায় পৃথিবীর মুখ

সমতলে আমি ভীড়ের ভেতর নিজেকে খুঁজে ফেরা মানুষ ,

আকাশের নীল নিয়ে সবিনয়ে চলে যাচ্ছি সমুদ্রের দিকে

ছায়া হয়ে ভেসে যাচ্ছে একদল রোদ ।


(সিএস/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)