নওগাঁ প্রতিনিধি :নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতার বাড়ির গেটের সামনে  রাতের অন্ধকারে কে বা কারা দুই সেট কাফনের কাপড় রেখে গেছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সেট কাফনের কাপড় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার একডালা গ্রামের মজিবর রহমানের ছেলে একডালা ইউনিয়নের ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও একই গ্রামের মোসলেমের ছেলে ধান ব্যবসায়ী খায়রুল ইসলাম প্রতিদিনের মত পারিবারিক কাজ শেষে রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়ির সকল সদস্য বাইরের মেইন গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ে । রাতের কোন এক সময় কে বা কারা কাফনের কাপড় তাদের গেটের সামনে রেখে যায়। শনিবার ভোরে প্রতিবেশী মুসল্লীরা মসজিদে যাওয়ার সময় ওই দুই জনের বাড়ির গেটের সামনে দুই সেট সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আতর, সুরমা, সাবান দেখে আতংকিত হয়ে মামুন ও খায়রুলকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশী লোকজনওই কাফনের কাপড় দেখতে ভিড় জমায়। এসময় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুই সেট কাপড় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে অজানা আতংক বিরাজ করছে। এ ব্যাপারে রাণীনগর থানায় মামুন একটি সাধারণ ডায়েরি করে।



(বিএম/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)