সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় কুড়িয়ে পাওয়া কোমল পানীয় ‘আপার টেন’ খেয়ে কামরুল হাসান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে তার বড় দুই ভাই নাজমুল হাসান (৭) ও আল-মামুন (১০)।

হতাহতরা সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের দরিদ্র লুৎফর রহমানের ছেলে।

নিহতের মা আলুফা বেগম জানান, ভোরে তিন ভাই বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ‘আপার-টেন’ নামে ২৫০ এমএল ওজনের কোমল পানীয় ভর্তি একটি প্যালাস্টিকের বোতল পায়।

বোতলটি বাড়িতে আনার পর তার বাবা ও তিন ভাই মিলে ভাগ করে খায়। কিছুক্ষণ পর তিন ভাই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে শিশু কামরুল হাসানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নাজমুল হাসানকে বগুড়ায় পাঠানো হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে আল-মামুন সুস্থ হয়ে উঠায় বাড়ি আনা হয়েছে।

নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, কোমল পানীয়টির মধ্যে বিষাক্ত কিছু ছিল। যে কারণে খাদ্য বিষক্রিয়ায় শিশুটি মারা গেছে।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)