মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে ৩টি সোনার দোকানসহ ৬টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে একজন সোমবার দুপুরে মারা গেছে। অপর আহত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে সোমবার ভোররাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল এসে বাজারের পাহাড়াদারদের বেধে রেখে ডাকাতি শুরু করে।

ডাকাতরা এসময় মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স, আচল জুয়েলার্সে ডাকাতি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়াও স্বপন কাজীর কসমেটিকের দোকান, শিশিরের দোকান ও নিজাম টেইলার্সের মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় স্বপন কাজী ও সোহেল মৃধা নামে দুই ব্যবসায়ী চিৎকার দিলে ডাকাতের ছোড়া গুলিতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আমিনুদ্দিন কাজীর ছেলে ব্যবসায়ি স্বপন কাজী মারা যায়। অপর আহতের অবস্থায়ও গুরুতর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি ডাকাতরা প্রায় ৫০ ভরি স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দোষিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এএসএ/এএস/মার্চ ০৭, ২০১৬)