চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর শহরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় রবিবার দিবাগত গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

রাত ১২টার দিকে রবিউল ইসলামের মা ফল ভান্ডার নামক দোকানের ফ্রিজ থেকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফল ভান্ডারের ফ্রিজসহ সমস্ত মালামাল পুড়ে যায়।

এছাড়া জুলহাস উদ্দিনের এশিয়ান টেইলার্সের ৩টি সেলাই মেশিনসহ মালামাল এবং সাইফুল ইসলামের পার্টসের দোকান পুড়ে গেছে। আগুন স্থানীয় জনতা ব্যাংকে লাগার আগেই খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। অল্পের জন্য রক্ষা পায় জনতা ব্যাংকসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।

(এসএইচএম/এএস/মার্চ ০৭, ২০১৬)