প্রবীর সিকদার :
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হারানোর মধ্যদিয়ে আমরা হারিয়েছিলাম একাত্তরের বাংলাদেশকেও। সেদিন আমরা কেউ স্বপ্নেও ভাবিনি একাত্তরের বাংলাদেশের পুনরুজ্জীবন কখনো সম্ভব হবে !

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হারানোর মধ্যদিয়ে আমরা হারিয়েছিলাম একাত্তরের বাংলাদেশকেও। সেদিন আমরা কেউ স্বপ্নেও ভাবিনি একাত্তরের বাংলাদেশের পুনরুজ্জীবন কখনো সম্ভব হবে ! বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার, দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করা, এ সব তো এক সময় স্বপ্নেও ভাবা যেতো না ! এক সময়ের দুঃস্বপ্নকে শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়ে কোটি কোটি মানুষের মনে আশার প্রদীপ জ্বালিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেকে নিরন্তর ঝুঁকির মধ্যে রেখে তিলে তিলে আমাদের সামনে আবার দৃশ্যমান করছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ।

আমার বলতে দ্বিধা নেই, শেখ হাসিনা ছাড়া আমরা এই কাজটি কখনোই করতে পারতাম না; একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের কাছে স্বপ্নই থাকতো। সেই স্বপ্ন আদৌ পূরণ হতো কিনা সেই সংশয় আমার বরাবরের। বঙ্গবন্ধু বাংলাদেশ এনেছেন, এটা যেমন সত্য; তেমনি এটাও সত্য, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের পুনরুজ্জীবন ঘটিয়েছেন। আর তাই তো আমি বিশ্বাস করি, জয় বঙ্গবন্ধুর পরেই গণমানুষের শ্লোগান হিসেবে 'জয় হাসিনা' মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে প্রতিষ্ঠা পাবেই । সেই দিন খুব বেশি দূরে নয়।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী দীর্ঘদিন কণ্ঠে ধারণ করে আছেন 'জয় হাসিনা' শ্লোগানটি। স্যালুট মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীকে। শুধু মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী নয়, একদিন কোটি কণ্ঠ বলবেই 'জয় হাসিনা'।