নওগাঁ প্রতিনিধি : অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল মালেক এমপি। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানজিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ মালেক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা নূরজাহান বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিছার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও মঙ্গলবার দুপুরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের সভাপতি জহুরা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদিকা নূরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদিকা পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম, খোশ নাহার মৃধা, মুক্তারুন নেসা, তসলিমা আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের ওপর বিস্তারিত আলোচনা করেন।

(বিএম/এএস/মার্চ ০৮, ২০১৬)