যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে শহরতলী শেখহাটি কালিতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার ভোরে পুলিশ শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি করে। এতে আরিফের পায়ে গুলি লাগে। পরে তার কাছ থেকে ১টি পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ছাত্রলীগ নেতা আরিফকে পুলিশ বাড়ির সামনে থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছেন।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৬)