পটুয়াখালী প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সন্মাননা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের নারী নেত্রী সালেহা বেগম।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মধ্য চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেসরকারি সংস্থা একশন এইড বাংলাদেশের আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে সালেহার হাতে সন্মাননা পদক তুলে দেন সংস্থার কাট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগির, একশন এইড বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের যোগাযোগ বিভাগের সামিয়া চৌধুরী ও আব্দুর রহিম, মোশারেফ খান প্রমুখ।

সালেহা বেগম দীর্ঘ দুই যুগ ধরে সংগ্রাম করছেন চরের শিশুদের শিক্ষা দান করে আসছেন। শিক্ষা বিস্তারে তাঁর নিরন্তর সংগ্রামের ফলে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে মধ্য চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরে এ ধরণের ব্যতিক্রম উদ্যোগ নেয়ার জন্য হাসিনাকে এ সন্মাননা প্রদান করা হয়।

(এসডি/এএস/মার্চ ০৯, ২০১৬)