লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার সীমান্তবর্তী আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামে বাল্য বিয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বরকে ৫ দিনের জেল দিয়েছেন।

গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বরকে উক্ত রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়ার সীমান্তবর্তী আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের আরবান সরদার মেয়ে ও আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী তানিয়া খানম মুক্তা (১৫) সাথে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত সৈয়দ মুদাচ্ছের আলীর বিবাহিত মালয়েশিয়া প্রবাসী ছেলে সৈয়দ নাজমুল আলী (৩৮)’র মধ্যে গতকাল বুধবার দুপুরে বিয়ে হয়।

বাল্য বিয়ের খবর পেয়ে বিকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বর সৈয়দ নাজমুল আলীকে বাল্য বিয়ের দায়ে ৫ দিনের জেল দিয়েছেন।


(আরএম/এস/মার্চ১০,২০১৬)