নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সংখ্যালঘুদের ৭টি খড়ের গাদায় অগ্নিকান্ডে ১৯০বিঘা জমির খড় পুড়ে ভূস্মিভূত হয়েছে। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।

জানা গেছে, উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামের মৃত অদয় চন্দ্রের ছেলে কৃষক নিরঞ্জনের ৮০বিঘা জমির ৩টি খড়ের গাদা, সুরেন চন্দ্রের ছেলে সুবল চন্দ্রের ১০০বিঘা জমির ৩টি খড়ের গাদা ও শ্রী চরনের ছেলে দুলাল চন্দ্রের ১০বিঘা জমির ১টি খড়ের গাদায় বুধবার দিবাগত রাতে কেবা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে খড়ের গাদাগুলো সম্পূর্ণভাবে ভূস্মিভূত হয়েছে বলে ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, দু’মাসপূর্বে একই গ্রামের অখিল চন্দ্র প্রামাণিকের ৮০বিঘা জমির ৩টি খড়ের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। বারবার সংখ্যালঘুদের খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনায় সনাতন সম্প্রদায়ের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ গোলক চন্দ্র জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।