মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের মেঘনা থেকে আড়াই হাজার কেজি জাটকাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর ৪টার দিকে গজারিয়া উপজেলার মেঘনার মোহনা থেকে ঢাকাগামী এমভি প্রিন্স অব রাসেল প্লাস থেকে জাটকা উদ্ধার করা হয়।

পরে লঞ্চটি গজারিয়া ঘাটে নিয়ে আসার হয়। কিন্তু এই অবৈধ জাটকার মালিক না পাওয়ায় লঞ্চটির সহকারী মাস্টার বরিশালের বাকেরগঞ্জের মো. খবির (৪৫) ও সুপারভাইজার মূলাদীর মো. মিজানুর রহমানকে (৪২) আটক করা হয়েছে।

শুক্রবার বেলা ১০টার মধ্যে গজারিয়া জেডিতে ফিরে আসার শর্তে যাত্রীবাহী লঞ্চটি সদরঘাট যাওয়ার অনুমতি দিয়েছে কোস্টগার্ড।

জাটকার বিশাল এই চালান আটকের তত্ত্বাবধানকারী কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, ৩০টি ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজার জাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। প্রাথমিক তথ্য মতে, এই জাটকাগুলো ভোলা থেকে তোলা হয়েছিল। আটককৃতদের জাটকাসহ গজারিয়া কোস্টগার্ড স্টেশনের রাখা হয়েছে।


(ওএস/এস/মার্চ১১,২০১৬)