পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :পীরগঞ্জে ঋন খেলাপীর কারণে ইউপি নির্বাচনের এক মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ওই নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ পীরগঞ্জের ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১ ও ২ মার্চ স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল এবং ৫ মার্চ বাছাই করা হয়েছে। উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে (ঠাকুরদাস লক্ষীপুর) আছির উদ্দিন ও শাহজাহান মিয়া মেম্বার পদে প্রার্থী হন। শাহজাহান মিয়া ঋন খেলাপী হওয়ায় গত বৃহষ্পতিবার তার মনোনয়নপত্র বাতিল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছির উদ্দিন মেম্বার পদে বেসরকারীভাবে নির্বাচিত হন।

আছির উদ্দিন তালা প্রতীক ও শাহজাহান মিয়া নলকুপ প্রতীকচেয়েছিলেন। মদনখালী ইউনিয়নের রিটার্নিং অফিসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, আছির উদ্দিন ২০০৩ সালেও তার ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী হয়েছিলেন।




(জিকেবি/এস/মার্চ১২,২০১৬)