পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় অফিস ও অফিসে রাখা জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেছে বিদ্রাহী প্রার্থীর সমর্থকরা।

ঘটনার জেরে বিচার দাবি করে টায়ার জালিয়ে শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় মহাসড়ক আবরোধ করে প্রতিবাদ করে স্থানীয় জনতা।

বরগুনায় সংবাদ সম্মেলন করে হামলার বিচার দাবি করেছে আ‘লীগ দলীয় প্রার্থীর সমর্থকগণ। কালমেঘা ইউপি নিবাচনে বিদ্রোহী প্রার্থী আকন মোাহাম্মদ সহিদ ঘটনা অস্বীকার করেছে।

সরকারদলীয় প্রার্থী গোলাম নাসির আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম সবুর এর ভাই ও বিদ্রোর্হী প্রার্থী আকন মোহাম্মদ সহিদ পাথরঘাটা পৌর মেয়র ও উপজেলা আ‘লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকনের ভাতিজা।

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে কালমেঘা ইউনিয়নের সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম নাছির ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী আকন মো. সহিদের সমর্থকদের বিরুদ্ধে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা ও পাল্টা হামলা ও মোটসাইকেল আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে সহিংসতা শুরু হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় স্থানীয় ছাত্র লীগের সদস্য মোস্তাক হোসেনের একটি মোটর সাইকেল প্রতিপক্ষ আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। রাতেই র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে বলে আ‘লীগ দলীয় প্রার্থীর ভাই গোলাম অহিদ সাংবাদিকদের জানিয়েছেন।

কালমেঘা ইউনিয়নের ৫ন¤¦র ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাবেক মেম্বর গোলাম ফারুক অভিযোগ করে জানান, শুক্রবার রাত প্রায় সোয়া ১০টার দিকে সোনালী বাজারস্থ ৫ন¤¦র ওয়ার্ড আ.লীগের কার্যালয় প্রতিদ্বন্ধি আ.লীগের বিদ্রোহী প্রার্থী আকন মো. সহিদের সমর্থকরা চেয়ার,টেবিল ভাংচুর করে। এ সময় দলীয় কার্যালয় প্রবেশ করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, প্রয়াত সাবেক সংসদ সদস্য গোলাম সবুর টুলুর ছবি ভাংচুর করে এবং ছিড়ে ফেলে। ঘটনার জেরে শনিবার বেলা ১১ টায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম নাছিরের সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে ঝালকাঠি,বরিশাল,চট্টগ্রাম,ঢাকাসহ দুরদুরান্তের যাত্রীবাহী বাসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা আ.লীগের সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাবির হোসেন পরিস্থতি শান্ত করলেও তাৎক্ষনিক সড়ক অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়।

পরিস্থিতি নেতৃত্বে থাকা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে ছিড়ে ফেলতে পারে তাদের বিচার চাই। যতক্ষন না পর্যন্ত তাদের বিচার কিংবা গ্রেফতার করা না হবে ততক্ষন পর্যন্ত আমরা সড়ক অবরোধ রাখবো।

এদিকে অভিযোগ অস¦ীকার করে সদ্য বহিস্কৃত আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো. সহিদ বলেন, দলীয় কার্যালয় ভাংচুর কিংবা বঙ্গবন্ধুর ছবি ছিরে ফেলার প্রশ্নই উঠেনা। বরং আমার প্রতিদ্বন্ধি প্রার্থী গোলাম নাছিরের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের কর্মীর ওপর হামলা করে, নির্বাচনী ক্যাম্পে তালা মেরেছে। তিনি আরও বলেন, গোলাম নাছিরের ভাড়াটে সন্ত্রাসীরা আমার নির্বাচনী ক্যাম্পে হামলা করেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বলেন, পরিস্থিতি শান্ত রাখার জন্য সরজমিনে পুলিশ রয়েছে। হামলা ভাংচুরের বিষয় গোলাম নাছির একটি অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এস/মার্চ১২,২০১৬)