নওগাঁ প্রতিনিধি :শনিবার সকালে নওগাঁর ধামইরহাটে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াছির আরাফাত স্বাধীন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় উত্তেজিত জনতা ব্যাপক ভাংচুর করে ২টি ট্রাকে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশ ও জনতার সংঘর্ষে একজন পুলিশসহ ৩জন আহত হয়েছে। ট্রাক দু’টি বালু নিয়ে পঞ্চগড় থেকে আসছিল।

জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ফার্শিপাড়া গ্রামের পান ব্যবসায়ী ইয়াছিন আলী টুকুর একমাত্র সন্তান স্থানীয় চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াছির আরাফাত স্বাধীন (১১) ওই বিদ্যালয়ে বাই-সাইকেল যোগে জনৈক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। পথে চকময়রাম আম বাগানের নিকটে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে বিপরীতমুখি দু'টি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পার্শে রাখা বালুর ওপর পড়লে ট্রাক দু’টি তাকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু স্বাধীনের মৃত্যু ঘটে।

এ খবর ছড়িলে পড়লে উত্তেজিত জনতা ট্রাক দু’টিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এন্তাজ আলী নামে এক পুলিশ সদস্যসহ স্থানীয় কয়েকজন আহত হয়।

এলাকাবাসী অভিযোগ করেন বলেন, হাটনগর গ্রামের জনৈক ব্যক্তি তার বাড়ির কাজ করার জন্য আঞ্চলিক সড়কের ওপর অবৈধভাবে ইট ও বালু রাখার কারণে রাস্তা সংকীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী বলেন, এসএসসি ব্যবহারিক পরীক্ষার কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। ওই বিদ্যালয়ের কক্ষে জনৈক শিক্ষকের নিকট স্বাধীন প্রাইভেট পড়তে গিয়েছিল বলে তিনি শুনেছেন। দীর্ঘদিন ধরে রাস্তার ওপর অবৈধভাবে ইট, বালু রাখলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ দূর্ঘটনা ঘটেছে।

বিষয়টি সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শিকদার মোঃ মশিউর রহমান বলেন, পুলিশ জনতার সংঘর্ষে এন্তাজ আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। ট্রাক দু'টির চালক ও হেল্পাররা পালিয়ে গেছে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধামইরহাট-জয়পুরহাট সড়ক যোগাযোগ বন্ধ ছিল



(বিএম/এস/মার্চ১২,২০১৬)