লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি :সহকারি শিক্ষকদের বদলীতে দীর্ঘসূত্রিতা,পারস্পারিক বদলী বন্ধ,প্রধান শিক্ষকদের টাইমস্কেল ও জিপিএফ ফাইল অহেতুক ঢাকায় প্রেরণসহ বিভিন্ন হয়রানীর প্রতিবাদে রবিবার লোহাগড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা গেইটের সামনে ১৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মধুমঙ্গল বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. চঞ্চল শেখ, মোল্যা আছাদুজ্জামান, মোল্যা জামাল উদ্দিন, ভরতচন্দ্র বিশ্বাস, শিক্ষক নেতা কাজী কামরুল হুদা, আজাদ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুর নিকট স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগে জানা গেছে, সরকারি নীতিমালা অনুসারে বছরের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বদলী চালু আছে। কিন্তু আড়াইমাস অতিবাহিত হলেও উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী নানা অজুহাতে গড়িমসির মাধ্যমে আজ পর্যন্ত উপজেলায় কোন শিক্ষকের বদলির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করে নি। এমনকি বদলির নির্দিষ্ট সময়ের বাকি দিনগুলি অতিবাহিত করার জন্য নানা অযুহাতে অহেতুক সময় ক্ষেপণ করছেন। তাছাড়া বদলির সরকারি নীতিমালায় পারষ্পারিক বদলিতে কোন বাধার কথা উল্লেখ না থাকা সত্বেও নিজেদের মনগড়া আইনের দ্বারা পারস্পারিক বদলি বন্ধ রেখেছেন, যা সারা দেশে চলমান রয়েছে। এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সরকারি প্রজ্ঞাপণ ছাড়া প্রধান শিক্ষকদের জিপিএফ ও টাইমস্কেল ফাইল অহেতুক ঢাকায় প্রেরণ করায় প্রধান শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যপারে শিক্ষকরা উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



(আরএম/এস/মার্চ১৩,২০১৬)