পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার উপজেলার  কালমেঘা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আ. কাদেরের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অভিযোগের তীর সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম নাছিরের বিরুদ্ধে। হামলায় দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় গ্রামবাসির মাধ্যমে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কিছু সংখ্যক লোক মোটরসাইকেল চড়ে নৌকার মিছিল দিয়ে এসে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আ. কাদেরের বাড়িতে হামলা করে।

প্রথমে বাড়ির মূল ফটকে খড়ের গাদায় আগুন দেয়। পরে নিকটবর্তী একটি মক্তবখানা ভাংচুর পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রার্থী আ. কাদেরের মুল বসত ঘরে কুপিয়ে তছনছ করে ফেলে। ঘরের থাকা লোকজনের চিৎকারে প্রতিবেশীরা আসা মাত্রই দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এ সময় আ.কাদেরের সমর্থক মো. কালাম ও আনছার মেল্লাকে পিটিয়ে আহত করা হয়। তাদের তাৎক্ষনিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন ও পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামায়াত ইসলামের উপজেলা আমির মাওলানা আ. কাদের নির্বাচনের আগে দল থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছে। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ইতিপুর্বে আমার প্রতিদ্বন্ধি সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম নাছির আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়াও আমার প্রার্থীতা প্রত্যাহার না করা হলে কাদেরের কোন অসি¦ত্ব থাকবেনা এমনকি আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলারও হুমকি দেয়। গোলাম নাছিরই আমার বসত ঘরে হামলা করেছে। এ ব্যপারে মামলা করা হবে বলেও তিনি জানান।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জিয়াউল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

(এমএসআই/এএস/মার্চ ১৪, ২০১৬)