নিউজ ডেস্ক : কুয়েতে ছয় বাংলাদেশিকে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

আল ওয়াতান আরবি দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানায়, সরকার যে সব বাংলাদেশিকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নেপালের পাসপোর্ট ইস্যু করত ছয়জনের ওই দল।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলিব আল শুয়োখ এলাকায় সন্দেহভাজনদের অপারেশন ঘাঁটি থেকে গ্রেফতার করে। সেখানে তারা ৬০০ কুয়েতি দিনারের বিনিময়ে ভিসা ইস্যু করত।

(ওএস/এটি/ এপ্রিল ০৭, ২০১৪)