নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৫০বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল বগুড়ার পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম-কালিগঞ্জ সড়কের পৌর শহরের নামুইট মোড় এলাকায় একটি সবুজ সিএনজি তল্লাশী চালিয়ে পৃথক দুটি ব্যাগে রাখা ১৫০বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতাররা-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মাদক সম্রাট ইউসুব আলী(৪২) ও একই গ্রামের ভিকু মন্ডলের ছেলে নুরুল ইসলাম(৩০)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০সালের ১৯(১) এর ৩(খ) ধারায় থানায় মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।




(এমএনআই/এস/মার্চ১৪,২০১৬)