নড়াইল প্রতিনিধি :“এন্টিবায়োটিক যুক্ত খাবারকে না বলুন ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব ভোক্তা অধিকার দিবস। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ,নড়াইল জেলা কমিটির সহায়তায় র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা নাছিমা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ আমিনুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি,নড়াইলের সদস্য সচিব এ এফ এম আবু সুফিয়ান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ,নড়াইল জেলা কমিটির সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।



(টিএআর/এস/মার্চ১৫,২০১৬)