নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলার সাপাহার থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশ সাপাহার থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাপাহার থানা অঞ্চলে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণার পাশাপাশি কেউ মাদক ধরে দিতে সহায়তা করলে তাকে পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াছিন আলী, সাপাহার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোঃ ওমর আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ, সাপাহার থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ। থানায় জিডি বা মামলা রুজুর ক্ষেত্রে পুলিশকে কোন টাকা পয়সা না দেয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসা, জুয়া খেলা কোনভাবেই চলতে দেয়া যাবেনা। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য তিনি পুরস্কার ঘোষণা করেন। এছাড়া মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দেন তিনি।

(বিএম/এএস/মার্চ ১৫, ২০১৬)