পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় একজন রিটার্নিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করেছে নির্বাচন কমিশন। প্রতিবাদে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাকে পুর্নবহালের দাবিতে আন্দোলন শুরু করেছে। ৪৮ ঘন্টার মধ্যে ওই কর্মকর্তাকে পুনরায় দায়িত্ব প্রদান না করা হলে কঠিন কর্মসুচি গ্রহনের ঘোষনা দিয়ে শহরে মিছিল করেছে প্রাথমিক শিক্ষকগন। আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাথরঘাটা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাত ইউনিয়নে নিয়োজিত ৪জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়। এর মধ্যে থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল আহমেদকে চরদুয়ানী ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়। তাকে গত সোমবার (১৪ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মো.সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে পরিবর্তন করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়।(পত্র স্মারক নম্বর- ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৪.১৬-৭৭ তারিখ ১৪ মার্চ ২০১৬) নির্বাচন কমিশনের পত্রে নির্বাচন সুষ্ঠ ভাবে নির্বচন কার্যক্রম পরিচালনার জন্য জেলা নির্বাচন অফিসারের প্রস্তাব অনুযায়ী পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন এ পরিবর্তনের চিঠি সোমবার পেয়েছেন বলে স্বীকার করেছেন।

এদিকে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আজ বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শিক্ষা কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদ জানায়। সংবাদ সম্মেলনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সগির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,নব সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান বাদল, সাধানর সমম্পাদক মো. শাহীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক উপস্থিত ছিল।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, শিক্ষা কমকর্তাকে অন্যায় ভাবে সরিয়ে দেয়া হয়েছে ৪৮ঘন্টার মধ্যে তাকে পুনরায় দায়িত্ব দিতে হবে নতুবা সকল প্রাথমিক শিক্ষক আসন্ন নির্বাচনী দায়িত্ব পালন পালন থেকে সরে দাঁড়াবে। তারা আরো জানান, ‘আমরা সরকারের প্রদত্ত অনেক কাজ সঠিক ভাবে করে দিই’ । তাদের দাবি শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে নির্বাচনী কাজের ৮০ ভাগ সম্পন্ন করেছেন।

আজ দুপুরে শিক্ষকগন শহরে মিছিল করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মিছিল শেষ করেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.সগির হোসেন বলেন,আমরা শহরে র‌্যালী করে আমাদের দাবি প্রকাশ করেছি।

এব্যপারে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন করে বন্ধ পাওয়া যায়।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার আজ বিকালে টেলিফোনে প্রতিনিধিকে জানান, ওই রিটার্নিং অফিসারের কর্ম যোগ্যতা বিষয়ে নির্বাচন কমিশন জানতে চাওয়ায় তিনি প্রতিবেদন দিয়েছেন যা উপজেলা থেকে তার কাছে এসেছে। যে কোন নির্বাচন সাংবিধানিক দায়িত্ব, কেই ইচ্ছা করলেই দায়িত্ব অবহেলা করতে পারে না।

(এমএসআই/এএস/মার্চ ১৫, ২০১৬)